সাদিকুর রহমান, বিশেষ প্রতিনিধি সিলেট:
বৃহস্পতিবার১৮ এপ্রিল সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের জাঙ্গালীপৌদ উঠান বৈঠক দলে এফআইভিডিবি-উইমেন লিড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন সিলেট জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তপন কান্তি ঘোষ ও সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ । পরিদর্শন কালে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে তপন কান্তি ঘোষ বলেন, পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা প্রাপ্তিতে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়মিত যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেন। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা বাড়িতে এসে সেবা প্রদান করে থাকেন । তাই সেবা গ্রহনে গুরুত্ব প্রদান করা । দুর্যোগ কালীন সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা যাতে সেবা গ্রহনে অসুবিধা না হয় । এফআইভিডিবি-উইমেন লিড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম কমিউনিটি পর্যায়ে কাযক্রম পরিচালনা ও তাকে নারী দল পরিদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য এফআইভিডিবি ও পাথপাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ কে ধন্যবাদ প্রদান করেন এবং এধরনের কার্যক্রমে আবারও পরিদর্শনে আসবেন বলে আশা প্রকাশ করেন ।
পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন এফআইভিডিবি- উইমেন লিড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর প্রকল্প সমন্বয়কারি ছাদিকুর রহমান, জেলা সমন্বয়কারি গোলাম মোস্তফা, পাথপাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রেজিলিয়েন্স অফিসার মো: সুহেল রানা, ইউনিয়ন মবিলাইজার শাহিদা আক্তার।