এ এ রানা:
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৮নং ওয়ার্ডে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে এর আহবায়ক আকিকুর রহমান আকিককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৭ জানুয়ারী ২০২৪ইং রোজ শনিবার রাত ৯টায় দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকায় এই সংবর্ধনা অনুষ্টিত হয়।
দক্ষিন সুরমার বড়ইকান্দির কৃতি সম্তান আকিকুর রহমান আকিক
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের আহবায়ক মনোনীত হওয়ায় ২৮নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন দক্ষিণ সুরমার ঐতিহ্যকে যে কোন মূল্যে ধরে রাখতে হবে। নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। সংবর্ধিত অতিথি আকিক দক্ষিণ সুরমার ভবিষ্যৎ নেতা। তিনি আরো বলেন আমি আশা করবো
অবহেলিত দক্ষিণ সুরমার উন্নয়নে আকিকের নেতৃত্বে
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তৌফিক বক্স লিপন বলেন আকিকের পরিচিতি বাংলাদেশের থেকে লন্ডনে বেশী। তাই দক্ষিণ সুরমার উন্নয়নে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আকিককে সহযোগিতা করবো।আমরা আরো বড় পরিসরে আকিককে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করবো।
সিলেট সিটি কর্পোরেশন এর নবগঠিত ২৮ নং ওয়ার্ড এর কাউন্সিলর রায়হান হোসেন এর সভাপতিত্বে এবং মারুফ আহমেদের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতলি ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মঈনুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়শা খাতুন কলি,দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের যুগ্ন আহবায়ক আখলাকুর রহমান, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক মেম্বার মকসুদ আহমদ, সালিশ ব্যক্তিত্ব আব্দুল করিম তুরন, ব্যবসায়ী সুহেল আহমদ, সমাজসেবী জাহাঙ্গীর খান, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফাহিমা বেগম, ক্রাইমপেট্টল পত্রিকার সিলেট ব্যুরোচীফ ফখরুল ইসলাম শান্ত, ছাত্রনেতা সুজন হোসেন,কামাল আহমদ ও সোরাব আলী প্রমুখ।