বিকাল বার্তা প্রতিবেদক>>
সিলেট নগরীর নগরীর সুবিধবাজার এলাকার লন্ডনী রোডে পরিত্যাক্ত অবস্থায় বস্তার ভেতর থেকে একটি শর্টগান উদ্ধার করেছে জালালাবাদ থানাপুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, জালালাবাদ থানা পুলিশের একটি টিম লন্ডনী রোড এলাকায় সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতরে ২ বোর (ডিবিবিএল) শর্টগান পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেটি উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।