সিলেট অফিস::
উপ-পুলিশ কমিশনার (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায়, ২৬/০৬/২০২৪অনুমান ১৮:২৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ ও টিম-০২ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেল এর ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে আসামী ১। মো. আলেক মিয়া (৩৬), পিতা- শফিক মিয়া, মাতা-ইয়াসমিন বেগম, সাং- পাগনারপাড়, থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জ, ২। কবির আহমদ (২৯), পিতা-মৃত মন্টু মিয়া, মাতা-ছৈল বেগম, সাং- দক্ষিণ সুলতানপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট, ৩। রাহেল আহমদ (৩০), পিতা- মুক্তার আলী, সাং- দক্ষিণ পারিয়াবহর, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট, ৪। মো. রফিক মিয়া (৬৫), পিতা-মৃত ইব্রাহিম আলী, মাতা-মৃত ময়না বেগম, সাং-কালাইউরা (রোকন মেম্বারের বাড়ীর পশ্চিম পাশে), থানা- বিয়ানীবাজার, জেলা-সিলেট, ৫। শারমিন রুনা (২৩), পিতা- আবুল কালাম, মাতা- মাইনো বেগম, সাং-ভবানীপুর, থানা- দৌলতপুর, জেলা- ভোলা, ৬। লিমা আক্তার (২৪), পিতা-শেখ সেলিম, মাতা- কোহিনুর বেহম,সাং- দৌলতপুর (বাজারের পাশে), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীদেরকে অসামাজিক কার্যকলাপের বিভিন্ন আলামতসহ গ্রেফতার করা হয় ।
ধৃত আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু বিষয়টি প্রক্রিয়াধীন আছে।