সিলেট অফিস::
সিলেট সদর উপজেলা পরষদ নির্বাচনে জয়লাভ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক। নির্বাচনে কাপ-পিরিচ প্রতিকে তিনি প্রায় ২৩ হাজার ২ শতাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ নেতা সামসুল ইসলাম। আনারস প্রতিকে তিনি ভোট পেয়েছেন প্রায় ১৩ হাকার ৮ শতাধিক।
অ্যাজেন্টদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৯২১। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৪২০ ও নারী ভোটার ৮৭ হাজার ৫০০। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
সারাদিন কোনো অঘটন না ঘটলেও শহরতলীর দলদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বর্জন করেন চা শ্রমিকরা। ব্যাপক জাল ভোটের প্রতিবাদে তাদের এমন কঠোর সিদ্ধান্ত।