নিজস্ব প্রতিবেদক>>সুনামগঞ্জের জগন্নাথপুরে এক মাদকসেবী গ্রাম পুলিশের দাপটে অতিষ্ট স্থানীয়রা। তার কথাবার্তা, মানুষের সাথে বিরোপ আচরণ ও দাপটে প্রশাসনের বড় কমকর্তাকেও হার মানায়।
খোঁজ নিয়ে জানা যায় উপজেলার ৯নং পাইলগাও ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের কসবা গ্রামের মৃত কালা মিয়ার পুত্র দুলাল মিয়া একই ইউপি এবং ওয়ার্ডের গার্ড বা গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি এই প্রতিবেদককে জানিয়েছেন দুলাল একদিকে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে, অন্যদিকে মাদক সেবন ও বিক্রি করে এলাকার যুবসমাজকে বিপদগামী করছে। বিগত স্বৈরাচারী আওয়ামিলীগ সরকারের আমলে চাকুরী হওয়ায় দলীয় পরিচয়ে ও ক্ষমতার দাপটে এলাকায় এাসের রাজত্ব কায়েম করে। আওয়ামী দোসর দুলালের মাদক সেবন বিক্রিতে কেউ বাঁধা দিতে পারতোনা, আার কেউ সাহস করে প্রতিবাদ করলে তাকে বিভিন্ন রকমের হয়রানির শিকার করা হতো। দুলালে এমন আচরণে স্থানীয়রা অতিস্ট, তাই তাকে চাকরী থেকে বহিষ্কার করা জন্য, জগনাথপুরের ইউএনও, সুনামগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসক এর হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভোগীরা।