স্টাফ রিপোর্টার এরশাদ হোসেন পাপ্পু:
নীলফামারী প্রতিনিধি: সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ এলাকায় দ্রুতগামী পিকআপের চাকায় পিষ্ট হয়ে সামসুল হক (৬৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।
৪ ডিসেম্বর বুধবার সকাল আনুমানিক ৯টায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত সামসুল হকের বাড়ি সৈয়দপুর শহরের ইসলামবাগ বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কে অবস্থিত আহমেদ ফ্লাইউড কারখানায় নৈশপ্রহরী হিসাবে কাজ করতেন সামসুল হক। রাতের ডিউটি শেষ বাড়ি ফিরতে সড়ক পারাপারের সময় নীলফামারী থেকে আসা সৈয়দপুরগামী দ্রুতগামী পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নৈশপ্রহরীর বাবার নাম শফিউদ্দিন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।