মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার মাধবপুরে চাচার নামে নামকরনকৃত চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সদ্য সাবেক মন্ত্রী সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ। উপজেলার চৌমুহনীতে সোমবার সকালে চাচা এম খুর্শিদ এর নামে নামকরনকৃত প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ঘুরে দেখেন তিনি। এসময় ওনার সাথে উপস্থিত ছিলেন জাপানের সাবেক রাষ্ট্রদূত শহীদুল ইসলাম,মাউশির সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আঃ মান্নান খান,বাহুবল উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিদুর রহমান,মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা এ.কে.এম ফয়সাল,গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা রহম আলী,চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহন মিয়া প্রমুখ।
উল্লেখ-১৮৮৪ থেকে ১৯৪৭ এই ৬৩ বছর ধরে অনেক আইসিএস অফিসার হবিগঞ্জে মহকুমা প্রশাসক হিসেবে কাজ করেছেন। তবে তাদের মধ্যে একজন কর্মকর্তার নাম সত্তরের দশকেও জনমনে বেঁচে ছিল। এই নামটি হলো এম খুর্শিদ। তিনি একজন পাঠান আইসিএস অফিসার ছিলেন। ১৯৪০-এর দশকের গোড়ার দিকে তিনি হবিগঞ্জে মহকুমা প্রশাসক হিসেবে আসেন। ওই সময় বাংলা প্রদেশেও বেশ কয়েকজন মুসলমান কর্মকর্তা মুসলমান প্রজাদের স্বার্থরক্ষায় ও তাদের অঞ্চলের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এম খুর্শিদ হবিগঞ্জে মহকুমা প্রশাসক থাকাকালীন ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণ করেছেন। তবে শুধু উন্নয়ন প্রকল্পের জন্যই তিনি জনপ্রিয় ছিলেন না, তার সামন্ত্র তান্ত্রিক মনোভাবও তাঁকে জনমনে বিশেষ আসনে প্রতিষ্ঠিত করে। এম খুর্শিদ পরে সিলেট জেলার ডেপুটি কমিশনার ছিলেন এবং পাকিস্তান সরকারের প্রতিরক্ষা সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। পাকিস্তান সরকার এম খুর্শিদ কে পাকিস্তানের প্রথম রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে পাঠিয়েছিল। এম খুর্শিদ মাধবপুর উপজেলার চৌমুহনীতে চৌমুহনী খুর্শিদ উচ্চ বিদ্যালয় ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালিন সময়ে অসামান্য অবদান রাখেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে ওনার অসামান্য অবদানের কারনে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চৌমুহনী ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান প্রয়াত মৌলভী সামছু উদ্দিন চৌধুরী এবং সদস্যগনের প্রস্তাবে চৌমুহনী স্কুলের নাম ” চৌমুহনী খুর্শিদ উচ্চ বিদ্যালয় ” নামে নামকরন করা হয়। বর্তমানে এটি চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ এ রুপান্তরিত হয়েছে।