মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন,ও লিফলেট বিতরণ করা হয়েছে৷ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়৷ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণে সর্বস্তরের নাগরিক ও ভোক্তাদের নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মো: দেওয়ান মিয়া৷
ক্যাব হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী ক্যাবের সদস্য এডভোকেট তকদির মোহাম্মদ বেনজির জনাব, কবি ও প্রাবন্ধিক অপু চৌধুরী, মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরী, ক্যাবের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম জীবন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আশাহীদ আলী আশা, দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি কাজল সরকার, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শাহ আলম, দেশটিভির জেলা প্রতিনিধি আমির হামজা, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, ক্যাব সদস্য আজিজুল ইসলাম হৃদয় প্রমূখ৷