কে এম আবুল কাশেম বাহাদুর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ :
আজ পবিত্র জুমা নামাজের পর ব্যারিস্টার শাকিলা ফারজানা নির্দেশে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি বাইজিদ কাঁচাবাজার থেকে শুরু করে টেক্সটাইল মিনার এসে শেষ করেন এ সময় নাসিমা আলম বক্তব্য বলেন আমি সবাইকে ব্যারিস্টার শাকিল ফারজানা সালাম পৌঁছানোর জন্য এসেছি আমার নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা নির্দেশে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি ভবিষ্যতে আমরা সবাই ব্যারিস্টার শাকিলা ফারজানা নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকিব ইনশাল্লাহ
ছাত্র-জনতা ও গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী খুনি শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইবুনালে বিচারের দাবিতে বায়েজীদ থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বায়েজীদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাসিমা আলমের সভাপতিত্বে ও ২নং জালালাবাদ ওয়ার্ড মহিলা দলের সংগঠক তফুরা বেগমের সঞ্চালনায়।।
এ সময় উপস্থিত ছিলেন সেলিনা আকতার, ময়না আকতার, আসমা বেগম,ফেরদৌস বেগম, যৈনব বেগম,আয়েশা বেগম,হোসনেআরা প্রমুখ, এবং বিভিন্ন ইউনিটের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন