মোঃ আরফাতুল ইসলাম (সানি)চকরিয়া প্রতিনিধি:
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় চকরিয়ার হারবাং হামেদিয়া মাদ্রাসার মাঠে (৫০বছর)সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের দিন ব্যাপী কর্মসূচী শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন । প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড.ফরিদউদ্দিন ফারুক ।
বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সম্পাদক আবু সাদেক কায়েম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) এরফান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(চকরিয়া-পেকুয়া সার্কেল)রকিব উর রাজা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম।
বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রধান বন সংরক্ষক, ইশতিয়াক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সুবর্ণজয়ন্তী সদস্য সচিব মোর্শেদুল আলম অনুষ্ঠানে সঞ্চালনা করেন
ধর্ম উপদেষ্টা ড. খালেদ হোসেন বলেন, মাদ্রাসার শিক্ষা গুণগত মান উন্নত করতে হবে , আরবি, বাংলা-ইংরেজী ভাষায় সমান দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ পরিচালনায় অবদান রাখতে হবে। এসময় উপদেষ্টা হামেদিয়া দাখিল মাদ্রাসার গরীব ও মেধাবী অন্তত ১৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষা বৃত্তি দেয়ার প্রতিশ্রুতি দেন। আগামী অর্থবছরে একটি একাডেমিক ভবন বরাদ্দের চেষ্টা করা হবে বলে জানান।