রাসেল মাহমুদ এর ছবিতে ইমরান সরকার এর রিপোর্ট :-গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার সুনামধন্য হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রতিবারের ন্যায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব পালিত হয়েছে।
৩০-১১-২০২৪ নভেম্বর পিঠা উৎসবে ঘুরে দেখা যায়,বিদ্যালয়ের আঙিনায় সাজানো হয়েছে নানা রকম পিঠা-পুলির পসরা।
শিক্ষার্থীরা জানায়,বাহারি রকমের এতো পিঠা একসঙ্গে কখনো দেখা হয়নি। আজ ক্লাস নেই। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পিঠা খাচ্ছি। এতে আমারা অনেক খুশি ও আনন্দিত হয়েছি।
এ উৎসবে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের নিয়ে এক মিলন মেলায় পরিনত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালক মতিয়ার রহমান লাভলু বলেন, পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। শহর কেন্দ্রীক জীবন জীবিকার কারণে এই উৎসব কমে গেছে। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির নানা রকমের পিঠার সঙ্গে পরিচিত হতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিউল ইসলাম জাহিদ বলেন, শীতের শুরুতে পিঠা পুলির সুবাস ছড়িয়ে দিতে কোমল মতি শিক্ষার্থীদের নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠাদানের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত কোরআন শিক্ষা দেয়া হয় নতুন চল্লিশ শিক্ষার্থী কোরআন সবক নেয়ায় উক্ত শিক্ষার্থীদের কে কোরআন শরীফ তুলে দেয়া হয়।
আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।