মোঃ জসিম হোসেন, ক্রাইম রির্পোটার ঝিনাইদহ।
ঝিনাইদহ কালীগন্জের মানুষ সহ দেশ বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক মো:জসীম হোসেন । তিনি বলেন, শুভ নববর্ষ। কামনা করি সবার জীবনে খৃষ্টীয় নববর্ষ অনাবিল সুখ, স্বাচ্ছন্দ, আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। সময়ের আবর্তনে ধনী গরিব হয়, গরিব ধনী হয়। ২০২৪ সালে মহান আল্লাহর এই আয়াতের বাস্তব দৃষ্টান্ত দেখেছি। আরো বলেন, পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নব-উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা। সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। চিরদিনের জন্য দুর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। এবং কি দুনিয়া থেকে যারা গহিন অন্ধকার কবরে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
এসময় তিনি আরো বলেন, আমাদের নতুন বছরের শুরুতে অনিয়ন্ত্রিত আনন্দ যেন পাখিদের জীবনকে বিপন্ন না করে সেদিকে খেয়াল রাখা উচিত। আতশবাজি,
পটকা, সাউন্ডবক্স-মাইকের শব্দ শিশু-বৃদ্ধ ও
প্রাণির জীবন হুমকির কারণ