স্টাফ রিপোর্টার,সাইফুজ্জামান সুমন।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালিজাতি দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ বিজয় ছিনিয়ে আনে।দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদ্বয় ঘটে স্বাধীন ও স্বার্বভৌম নামক বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ আর ২ লক্ষ মা বোনের ত্যাগ তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গনবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তিপায় বাঙালি জাতি। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে।১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কয়রা উপজেলা শাখার পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে।এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন কয়রা উপজেলা শাখার পক্ষ থেকে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন ও মাল্যদান করে।