জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি:
সিলেটের সবচেয়ে দূরবর্তী উপজেলা হচ্ছে জকিগঞ্জ উপজেলা, প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষের একমাত্র ভরসাস্থল জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে চিকিৎসক সংকট ও অপর্যাপ্ত সুযোগ-সুবিধার কারণে সীমান্তবর্তী উপজেলার মানুষের চিকিৎসা ক্ষেত্রে ভোগান্তীর কোন শেষ নেই! উপজেলার কৃষি নির্ভর মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠানটি বহু আগেই ৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন পেয়েছিল। তবে লোকবল ও প্রয়োজনীয় সুবিধার অভাবে এখনও এটি ৩১ শয্যার হাসপাতাল হিসেবেই পরিচালিত হচ্ছে। হাসপাতালের ১৯৭ পদের বিপরীতে ৭১টি পদ শূন্য। জানা গেছে, হাসপাতালে কর্মরত থাকার কথা ২০ জন চিকিৎসকের, কিন্তু বর্তমানে সেখানে রয়েছেন মাত্র ৮ জন। এর মধ্যে ৩ জন ডেপুটেশনে অন্যত্র কর্মরত, ২ জন প্রশাসনিক কাজে ব্যস্ত। ফলে কার্যত মাত্র ৩ জন চিকিৎসকই প্রতিদিন ৬০০-৭০০ রোগীর সেবা দিতে বাধ্য হচ্ছেন।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তী রোগীদের পরিচর্যা করার জন্য ৩২ জন নার্স থাকার কথা সেখানে কাজ করছেন ১৮ জন! তমধ্যে ১৪টি পদই শূন্য। পরিচ্ছন্নতাকর্মীর ৫টি পদের মধ্যে কর্মরত মাত্র ১ জন। ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়ে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করা কি সম্ভব? যার ফলশ্রুতিতে হাসপাতালটির পরিস্থিতি অত্যন্ত নাজুক। রোগীদের অভিযোগ, হাসপাতালের দুর্গন্ধ ও অপরিষ্কার পরিবেশ তাদের রোগ সারানোর পরিবর্তে আরও অসুস্থ করে তুলছে।
সিলেট উসমানি মেডিকেল হাসপাতালে ইমারজেন্সি রোগী পাঠানোর জন্য একমাত্র অ্যাম্বুলেন্সটি চালক সংকটে বছরের পর বছর ধরে অচল। অপারেশন থিয়েটার থাকলেও ডাক্তারের অভাবে এটি কার্যক্রম চালাতে পারছে না। ফলে অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।প্রতিদিন হাসপাতালে গড়ে ৬০০-৭০০ রোগী চিকিৎসার জন্য রোগী আসেন। কিন্তু প্রয়োজনীয় ঔষধের অভাব ও চিকিৎসক সংকটের কারণে সেবাপ্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ বলেন, “সংকট মোকাবিলায় আমরা আপ্রাণ চেষ্টা করছি। তবে জনবল ও সম্পদের অভাবে যথাযথ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।” তিনি আরো বলেন, হাসপাতালের মোট ১৯৭টি পদের মধ্যে ৭১টি পদ শূন্য রয়েছে। নার্সের ৩২টি পদের মধ্যে শূন্য রয়েছে ১৪টি। দীর্ঘদিন ধরে এসব পদে নিয়োগ না হওয়ায় হাসপাতালটি কার্যত রোগী দেখভালের সক্ষমতা হারাচ্ছে।উপজেলাবাসীর দাবি, এই সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মীর পদ পূরণসহ হাসপাতালের পরিবেশ উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানাচ্ছেন।