লাকী আক্তার :সিলেট জেলা প্রতিনিধি >>
সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পদে স্থান পাওয়া আরো ৮ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন, আহবায়ক কমিটির সদস্য ও বিভিন্ন উপজেলার যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ পদ লাভ করায় আরও ৭ জন।
বুধবার (২ অক্টোবর) সিলেট জেলা সেচ্ছাসেবক দলের অহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।
এতে বলা হয় একই ব্যক্তি এক সাথে দুটি অঙ্গ সংগঠনের দায়িত্বে থাকতে পারবে না। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল ও সংশিল্পষ্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
যাদেরকে দল থেকে অব্যহতি প্রধান করা হলো, তারা হলেন–
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সায়েফ আহমদ, যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদুল রহমান শিপু, ওসমানীনগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সুহেল মিয়া রাহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় কমিটির সদস্য জাকির হোসেন,
সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ায় কমিটি ঘোষনার পর তাৎক্ষনিকভাবে (১৯ সেপ্টেম্বর) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইমাম উদ্দিন, রজব আহমদ, শিমুল আহমদ, ফাহিম আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া সাত্তারকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
বুধবার (০১ অক্টোম্বর) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ায় কমিটি ঘোষনার পর তাৎক্ষনিকভাবে (১৯ সেপ্টেম্বর) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইমাম উদ্দিন, রজব আহমদ, শিমুল আহমদ, ফাহিম আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া সাত্তারকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।