– তাইরান আবাবিল
উৎসর্গ –
ফিলিস্তিনি সকল নিষ্পাপ শিশু শহীদদের প্রতি…
মরীচিকা দুপুরে পৃথিবীর বুকে
সর্বশূণ্য রাস্তায় অন্তরঙ্গ অবিশ্বাসে
হঠাৎ প্রলয়…
আকস্মিক আঁধারের দামামা
চলে অসহনীয় তান্ডব।
অস্থিরতায় কাঁপে শহরতলী
কাঁপে কোটি মানুষের অসহায় প্রাণ…
বিশ্ব সংসার ধূলিসাৎ
ভ্রাতৃঘাতী হলাহলে।
আততায়ীর আঘাতে
বুলেট,বোমা আর ছুরিকাঘাতে
বিপর্যস্ত কেনো আজ এই মানব জীবন..?
বিশ্বাস ও সংঘাতে
মুহ্যমান ছায়া,
ধ্বংসাত্মক অট্টালিকার নীচে
আটকে থাকা মানুষগুলোর জন্যে
কারোরই কি নেই কোনো বিন্দুমাত্র মায়া..?
অরণ্যের সবুজাভে
নেই পাখিদের কোনো কোলাহল…
রক্ত প্লাবনে মৃত্যুর মিছিল
রাতজাগা তারায় নেই আলোর ঝিলমিল…
ধেয়ে আসছে –
মানুষখেকো শতশত শকুন আর চিল।
অমানুষের মুখে মানুষের মুখোশ…
জীবন্ত ফুলগুলোর কেড়ে নিয়ে প্রাণ,
অবশেষে নিজ বাসস্থান-ই উপহার হয়
ঐ অগণিত নিষ্পাপ ফুলগুলোর-ই কবরস্থান।