নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
১৯ নভেম্বর, মঙ্গলবার নেত্রকোণা সদর উপজেলা হল রুমে নেত্রকোণা স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেত্রকোণার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র তত্ত্বাবধানে “ *অধিকার এখানে, এখনই (RHRN-2)* প্রকল্পে”র আওতায় দক্ষতাবৃদ্ধির মাধ্যমে তরুণরা নিজেদের চাহিদা অনুযায়ী অধিকার আদায়, তরুণদের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডার বিষয়ে গনজাগরণ তৈরি, তরুণদের দ্বারা প্রজনন স্বাস্থ্য, অধিকার ও জেন্ডার ন্যাযতা প্রাপ্তির বিষয়ে সুশীল সমাজের সমন্বয়ে শক্তিশালীকরণ প্রভৃতি বিষয় নিয়ে আলোকগণ বিষয় সভায় তুলে ধরেন।
সভায় নেত্রকোণা স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র নেত্রকোণা সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক এর সভাপতিত্বে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগমের সঞ্চালনায় মতবিনিময় সভা সভাপতির বক্তব্যে বলেন "অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্পে”র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।সভায় প্রোগ্রাম অফিসার মাসুম ইবনে জয়নাল ও ফেলো ঝর্ণা জাহান এবং তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের সহ-সমন্বয়কারী তাজিম রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নেত্রকোণা সদর উপজেলায় কর্মরত সমবায় অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শহীদুল ইসলাম খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্নিগ্ধা চক্রবর্তী, মোক্তার হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম ও সহকারি শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাশিদ ও সহকারি প্রধান শাহনাজ আক্তার, ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মনিরা হোসেন, মোঃ খায়রুজ্জামান ও আশরাফ উদ্দিন, তারণ্যের কন্ঠস্বর প্ল্যাট ফর্মের সদস্য আজিুজুর রহামন সায়েম, তারণ্যের কন্ঠস্বর প্ল্যাট ফর্মের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ