❤️অন্তর-সলিলা প্রেমোপাখ্যান (উত্তরণ থেকে)
অর্চনা মহান্তি
হয়নি তো কথা, হয়নি তো জানা ,
হয়নি তো পরিচয়;
স্মৃতির কুসুমে রেখে গেছ শুধু
হৃদয় জয়ের জয়।
চোখে চোখ রেখে পড়েছি কবিতা ,
পড়েছি প্রেমের ভাষা;
ভীরু বালিকার দুরু দুরু বুকে
ক্ষণিক আবেশ আশা।
ঠোঁটের হাসিতে পেয়েছি তোমার
হৃদয়ের প্রশয় ,
ছিল দুজনের ব্যাকুল আবেগ ,
সব নীরবতাময়।
তবু সেকি নয় প্রেমের পূজা
অনুভব অনুরাগে ?
না বলা বাণীতে দুইটি হৃদয়
জাগেনি পূর্বরাগে?
তবে কেন আজও সবুজ লতায়
আছে সেদিনের ফুল ,
আজও তার সজীব সুবাসে
হাওয়া বহে অনুকূল।
সোনালী আঁচল ধূসর হয়েছে,
বিকেল এসেছে নেমে,
মনোবীণায় সে সুরের রেশ
তবু তো যায়নি থেমে।
নদীর মতো প্লাবনের ভারে
হয়ে যাই পথ ভুলো,
আকাশের বুকে ভাসি অবিরাম
কোমল মেঘের তুলো।
ঝিনুকের মতো মনের খোলে
স্মৃতির মুক্তো জমা
একটি পাথেয় পুঁজি করে পাড়ি
এখনো পড়েনি কমা।
পথের দৃশ্যে কত কি এসেছে ,
কত কিছু গেছে ভেসে;
সে সব শুধুই চলার সঙ্গী,
আমি তো প্রেমিকা বেশে।
আনমনা মন শোনেনা বারণ,
বোঝেনা হয়েছে বেলা ,
হারিয়ে থাকার নিবিড় নেশায়
ঠিকানা ভোলার খেলা ।
দুই চোখে শুধু স্বপ্ন কাজলে
অপরূপ মুগ্ধতা ;
মনে ভাসে শুধু আমলকী রোদে
প্রথম ভাসার কথা।
আমাদের মাঝে কথারা আসেনি,
আসেনি মিলন তিথি ;
তাই বুঝি আজও কিশলয় হয়ে
রয়েছে মধুর স্মৃতি।
মাঝে মাঝে মুড অফ হয়ে যায়, কোন কারণ ছাড়াই। কিছু লিখতেও ইচ্ছে করেনা। এমনিতেই লেখা আমার প্রথম প্রায়োরিটি নয়। মূলত কোনটাই নয়। যখন যেটার ওপর ঝোঁক চাপে , আমি সেভাবেই চলি। আজ তাই এখনো কিছু লিখিনি। ফেসবুকে এটা ফিরে পেয়ে পোস্ট করলাম। তবে ছবিটা আজকের তোলা। 😊❤️🙏
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ