1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
অন্যায়ের প্রতিবাদ করায় মোঃ হাকিম মিয়া আজ গৃহছাড়া - Bikal barta
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| বিকাল ৩:০২|

অন্যায়ের প্রতিবাদ করায় মোঃ হাকিম মিয়া আজ গৃহছাড়া

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ফেব্রুয়ারি ৯, ২০২৪,
  • 84 জন দেখেছেন

স্টাফ রিপোর্টার: মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নে জয়পুর গ্রামে মৃত হফিজ উদ্দিনের ছেলে মোঃ হাকিম মিয়া (৪০) প্রাক্তন ইউপি সদস্য । বিগত দুই মাস পুর্বে পাশের গ্রামের মাজু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৭) কে একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ করায় সোহাগ ক্ষিপ্ত হয়ে গত (৩ ফেব্ররুয়ারি) সন্ধ্যা ০৭:৩০ ঘটিকার সময় জয়পুর সাকিনস্থ জনৈক ফারুক মিয়ার বসত বাড়ীর সামনে কাচা রাস্তায়, ০১। আকাশ মিয়া(২৮), পিতা—রফিকুল ইসলাম ০২। সোহেল মিয়া(৩০), ০৩। সোহাগ মিয়া(২৭) উভয়ের পিতা—মাজু মিয়া, ০৪। রফিকুল ইসলাম(৫০), ০৫। মতি মিয়া(৫৫), উভয় পিতা—মোঘল মিয়া, ০৬। আলমগীর হোসেন(৩০), পিতা— মতি মিয়া, ০৭। তাপস মিয়া(২২), পিতা রহিজ উদ্দিন, সর্বসাং—নিহাড়া দক্ষিণপাড়া, থানা—মোহনগঞ্জ, জেলা নেত্রকোণাসহ অজ্ঞাতনামা ৫/৬ জন লোকসহ খুন করার উদ্দেশ্যে আক্রমন করে মারপিট শুরু করিলে আসে পাশের লোক জন আসিয়া মোঃ হাকিম মিয়া কে উদ্ধার করে। মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোঃ হাকিম মিয়ার অবস্থার অবনীতি দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাটায় হাকিম মিয়াকে। এ ব্যাপারে হাকিম মিয়ার ছেলে বাদশা মিয়া (১৯) অফিসার ইনচার্জ মোহনগনঞ্জ থানা নেত্রকোণা বরাবরে অভিযোগ দায়ের করিলে মোহনগঞ্জ থানার মামালা নং—৫/ ৪ ফেব্ররুয়ারি ২০২৪ ধারা—১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৪ পেনাল কোড—১৮৬০ রুজু হয়। উক্ত মামলায় আসামীগন বিজ্ঞ আদালত হইতে জামিনে গিয়ে মাথায় আঘাত, দুই হাত ভাঙ্গা হাকিম মিয়াকে ও তার মামলার বাদী ছেলে বাদশা মিয়াকে সুযোগমত পায়লে খুন করিবে বলিয়া প্রকাশ্যে হুমকি দিলে মোহনগনঞ্জ থানায় গিয়ে সাধারণ ডায়রী করার আবেদন করে। যাহার জিডি নং—৩০৮ তারিখ ৭/০২/২০২৪ । বর্তমানে হাকিম মিয়া প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। অসহায় মানবেতর জীনযান করছে। এমতাবস্থায় হাকিম মিয়ার বিষয়টি প্রশাসনের নিকট দ্রুত সুষ্ঠ্য তদন্তসাপেক্ষে সঠিক ব্যাবস্থা নেয়ার জোর দাবী সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!