স্টাফ রিপোর্টার।।বরিশালের হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর হোসেন জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম (সেবা) গ্রহন করছেন। মঙ্গলবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স এ প্রধানমন্ত্রী এ পদক তাকে দেন। জানাযায় ওসি জুবাইর হিজলা থানায় গত ২০২৩ সালের ১১ জুলাই যোগদান করেন।
যোগদানের পর থেকেই উপজেলার শান্তির লক্ষে নিরলস ভাবে কাজ করছেন।জাতীয় নির্বাচনে দলীয় কোন্দল নিরসনে কঠোর ভুমিকা পালন করে।এছাড়া এলাকায় মাদক জুয়া সহ অন্যন্য অপরাধ নিমূলে কাজ করছেন। ওসি জুবাইর সেবামূলক কাজে এ পদক পাওয়ায় সচেতন মহল তাকে ধন্যবাদ জানান। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর জানায় যতদিন হিজলা থানায় কর্মরত আছি সাধারন মানুষের সেবা দিয়ে যাব।অপরাধীদের ভালো পথে ফিরে আসতে সহয়তা করবো।