ইব্রাহিম খলিল রুবেল প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকার একটি সড়কের ওপর থেকে শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছিলো গত ২৭ তারিখ মঙ্গলবার। নিহত শাওন বড়ুয়া ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন পুরানগড় ইউনিয়নের শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে শাওন বড়ুয়া।। গত ২৬ তারিখ সোমবার শহর থেকে ফটোগ্রাফি প্রোগ্রাম শেষ করার পর বাসায় যাওয়ার পথে অনন্যা আবাসিক রাস্তার ওপর ছিনতাইকারীরা হামলা করে এই সময় তাকে আঘাত করে ক্যামেরা সহ যাবতীয় মালামাল হতিয়ে নিয়ে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডকে ঘিরে চাদগাঁও থানা অভিযান চালাই এবং হত্যাকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।