বিকাল বার্তা প্রতিনিধি>> অবশেষে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে সুনামগঞ্জের আলোচিত ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের 'গডফাদার' বাবুল মিয়া (৪৫)।
রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এক বিশেষ অভিযান চালিয়ে সদর থানাধীন সিঙ্গার শো'রুমের সামনে থেকে 'বালুখেকো' বাবুল মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । বাবুল মিয়ার বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক (মনিপুরী হাটি) গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, বাবুল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলার সাথে জড়িত ছিলেন এবং হামলাকারীদের আর্থিকভাবে সহায়তা প্রদান করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
'বালুখেকো' বাবুল মিয়াকে গ্রেফতারের পর রোববার রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। তিনি বাবুল মিয়ার গ্রেফতারের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ