মোঃ শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জ।
সারা দেশের ন্যায় ১ম পর্যায়ে সিরাজগঞ্জ সদর উপজেলা অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সিরাজগঞ্জ সদর উপজেলায় মোট ১৭১টি ভোট কেন্দ্রে আজ (৮মে) বুধবার ভোট গ্রহণ হয়েছে। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৪,৫৬,২২২জন। ভোট কেন্দ্র গুলোতে সকাল থেকে সর জমিনে পর্যবেক্ষণ করে দেখা যায় ভোটের উপস্থিতি ছিল অনেকটাই কম। কিন্তু ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং উপস্থিত ভোটার গণ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। সরজমিনে ভোটকেন্দ্র গুলো পরিদর্শন ও পর্যবেক্ষণ করে কোন অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইটিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা জানান, কোনরকম সহিংস ঘটনা ঘটেনি এবং ভোটারগণ সুস্থভাবে সুন্দর মত ভোট প্রদান করতে পারছেন। কিছু কিছু কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান কালে কিছুটা সমস্যা হলেও বাদবাকি কেন্দ্রগুলোতে মানুষ ভোট দিতে পেরে অনেকটাই আনন্দে উৎফুলিত। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থায়।দুই একটি কেন্দ্রে বিচ্ছিন্ন কোন ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রিতীকর পরিস্থিতি তৈরি হয়নি। পুলিশ সদস্য, বিজিবি, র্যাব সদস্য ও আনসার বাহিনীর সদস্যগণ ছিলেন সতর্ক অবস্থায়। এবার সিরাজগঞ্জে প্রতিটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদানের প্রতিক্রিয়া ভোটারদের কাছে জানতে চাইলে,তারা জানান,এ পদ্ধতির ভোটের ভূয়সী প্রশংসা করেন। এবং বলেন কোন সহিংস ঘটনা ছাড়া এমন নির্ভীঘ্নে ভোট দিতে পারলাম। বয়স্ক এবং প্রতিবন্ধী ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ