আনিছুর রহমান স্টাফ রিপোর্টার- নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটারদের আমরা বলব- ভোট দিতে আসুন। তার মানে এই নয়, আমরা ভোটারদের কেন্দ্রে উপস্থিত করব। ভোটারদের উপস্থিতির জন্য প্রার্থীদের বিভিন্ন কৌশল থাকে তারা সেভাবে ভোটার আনবেন বলে আমার বিশ্বাস।’ আনিছুর রহমান আরও বলেন, প্রচার-প্রচারণায় কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেবেন জেলা রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসাররা। আইন অনুযায়ী প্রচার-প্রচারণা যেটুকু করার সেটুকু করতে দিতে হবে। তবে প্রার্থীদেরও দায়িত্ব আছে। আচরণবিধিতে আছে, কোনো প্রার্থী কোথায় প্রচার-প্রচারণা করতে চান তা ২৪ ঘণ্টা আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। কারণ, একই স্থানে যদি দুজন প্রচার করতে চান তাহলে স্বাভাবিকভাবেই পরিবেশ উত্তপ্ত হবে। এ জন্যই ওসিকে বিষয়টি জানানোর জন্য বলেছি। যেন পুলিশ ব্যবস্থা নিতে পারে। রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ২টয় সুনামগঞ্জ পৌর শহরের হাসন রাজা মিলনায়তনে বিশেষ আইন শৃঙ্খলা ও মত বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ,সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, জেলা রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: রাশেদ ইকবাল চৌধুরী, পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ সহ নির্বাচন অফিসার, র্যাব ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা।