1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
অবৈধ বালু ব্যবসার নিউজ করায় সাংবাদিককে লাঞ্চিতের ঘটনায় কালিয়া পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা - Bikal barta
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| রাত ১০:৪৭|
সংবাদ শিরোনামঃ
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার! আজ মতিয়ারা মুক্তার জন্মদিন মর্যাদার শোকজ খোকসা মডেল টাউনে লাশ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ আসামি, ভ্যান উদ্ধার শেরপুর জেলায় মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে পবিত্র শবে বরাত এর ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ শেখ হাসিনার ট্রেনে গুলি মামলায় বাবলু, আখতার,পিন্টু সহ ফাঁসির দন্ডীত ০৯ জনসহ ৪৭ জন খালাস পাচ্ছে বিএনপি নেতাকর্মী। মুসলিম হয়েও পবিত্র কোরআন পুড়ে ফেলার অভিযোগ উঠেছে সুজন নামে এক যুবকের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরনগরীকে হেলদি এবং গ্রীন সিটি রূপান্তর করতে চাই: ডাঃ শাহাদাত হোসেন সিলেটের তিন মামলায় সাবেক মন্ত্রী ইমরান গ্রেফতার

অবৈধ বালু ব্যবসার নিউজ করায় সাংবাদিককে লাঞ্চিতের ঘটনায় কালিয়া পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪,
  • 51 জন দেখেছেন

মোঃ মাহফুজুর রহমান নড়াইল থেকে: নড়াইলের কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব ও তার ভাই খসরুর বিরুদ্ধে অবৈধ বালুর ব্যবসায়ের নিউজ করায় সাংবাদিককে লাঞ্ছিত, ক্যামেরা ভাঙচুর, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে কালিয়া পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে নড়াইল জেলা যুবদল। ২৮ ডিসেম্বর রাতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির স্বাক্ষরিত নোটিসে এ কমিটি বিলুপ্ত করা হয়। নড়াইল জেলা যুবদলের ফেসবুক পেজে এ নোটিশ প্রচার করা হয়েছে।

এর আগে সাংবাদিককে লাঞ্ছিত করার ৫ ডিসেম্বর কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাশরু পল্টুকে ৯ ডিসেম্বর চাঁদাবাজির কারণে আহবায়ক মোহাম্মদ বখতিয়ার হোসেন মোল্লাকে ৭২ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

উল্লেখ্য সাংবাদিকের অপরাধ গত ২৪ শে নভেম্বর কালিয়া পৌর যুবদলের সদস্য সচিবের অবৈধ বালুর ব্যবসা নিয়ে তিনি সংবাদ প্রকাশ করেছিলেন। নড়াইলের সাংবাদিক সমাজের দাবি, তার জেরেই যুবদলের গণসংযোগে ওই সাংবাদিককে পেয়ে ক্যামেরা ভাঙচুর মোবাইল, নগদ টাকা ও গলার চেইন ছিনিয়ে নিয়েছিল ।

সাংবাদিকএস এম হাফিজুল করিম নিলু নড়াইলের সিনিয়র সাংবাদিক। তিনি মোহনা টেলিভিশন, জাগো নিউজ,  দৈনিক নয়া শতাব্দী, সময়ের আবর্তন ও রাতদিন নিউজের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও তিনি রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের সভাপতি।

নিলু জানান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, নড়াইল জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল, কালিয়া যুবদলের কামাল সিদ্দিকীসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কালিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগে করবেন। সেটা তাকে অবগত করলে যুবদলের সাথে তিনি যান। সবকিছুই ঠিকঠাক ছিলো। ফেরার পথে ফেরার পথে তাকে বারইপাড়া ঘাটে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরু কিছু বোঝার আগেই তাকে লাঞ্ছিত করেন। ক্যামেরা ভাঙচুর মোবাইল নগদ টাকা ছিনিয়েনেয়া হয় তার থেকে। এরপর তাকে আটকে রাখে এবং জোরপূুর্বক ভিডিও করে। বিষয়টি জানতে পেরে নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি চয়ন বাবু তার লোকজন নিয়ে তাকে উদ্ধার করে। আমাকে লাঞ্চিত, ক্যামেরা ভাঙচুর, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর বিরুদ্ধে বিচার চেয়ে মামলা করেছি। মামলা নম্বর ১১, রেকর্ডের তারিখ ৯-১২- ২০২৪। কিন্তু দুঃখের বিষয় ওরা একটা কাউন্টার মামলা করে ১১-১২-২৪ তারিখে। সেটাও কালিয়া থানার পুলিশ গ্রহণ করেছে।

কমিটি বিলুপ্তর বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল বলেন,
সাংবাদিক হাফিজুল নিলুকে আমরা নিউজ কাভারের জন্য অনুরোধ করেছিলাম। তিনি অনুরোধ শুনে আমাদের নিউজ কভার করেছেন। তাকে লাঞ্ছিত করায় আমরা অনুতপ্ত।
প্রথমে ৭২ ঘণ্টার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। লিখিত উত্তর সন্তোষজনক না হওয়ায় ঘটনার তদন্ত-পূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।

নড়াইল জেলা যুবদলের সভাপতি মোঃ মশিউর রহমান বলেন খবরটি শুনে এবং সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলাম। তদন্ত করলে তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এ বিষয়ে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও আহবায়ক মোহাম্মদ বখতিয়ার হোসেন মোল্লা বলেন,আমরা নির্দোষ আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের বিষয়ে বিবেচনার জন্য আপিল করব।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নিলু বিভিন্ন পত্রপত্রিকায় কালিয়াপৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালু ব্যবসা নিয়ে সরেজমিন প্রতিবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, বেন্দা এলাকার নবগঙ্গা নদীর তীর ভেঙ্গে যাচ্ছে। যার নেপথ্যে রয়েছে পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালু ব্যবসা। এনিয়ে স্থানীয়রা মানববন্ধনও করেন যা নিয়েই মুলত সংবাদটি প্রচার করা হয়েছিলো। যা কাল হয়ে দাড়ালো সাংবাদিক হাফিজুল নিলুর জীবনে।

সন্ত্রাসীরা আটকে রেখে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে ভিডিও করে সামাজিক গণমাধ্যমে ছেড়েছে।

এ ঘটনায়  সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনা ও জোরপূর্বক ভিডিও করে মিথ্যা তথ্য দিয়ে ছাড়ার নিন্দার ঝড় উঠেছে। দ্রুত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!