সিলেট প্রতিনিধি:কোনো গণমাধ্যমে সত্য সংবাদ পরিবেশন করা যাবেনা। কোন সত্য সংবাদ প্রতিবেদন করলেই আইনী চিত্ত্বমের কবলে পড়তে হয়। এমন মামলাবাজ অপ- সাংবাদিকদের কবলে সিলেটের সাংবাদিক সমাজ।
একটি ঘটনা না বললেই নয়! জানা নেই, পরিচয় নেই কেমন করে মিথ্যে মামলা হয় একজন সত্য নির্ভীক সাংবাদিকের বিরুদ্ধে । এটা দীর্ঘ দিন সাংবাদিকতা করার পরেও আমার বোধগম্য হয় না।
সত্য উদঘাটন করা একজন সাংবাদিকদের দায়িত্বের মধ্যে পড়ে। তথ্য-উপাত্ত্ব যদি ভরপুর থাকে তাহলে একটি ঘটনার সংবাদ পরিবেশন করা যায় বলে আমরা মনে করি।
এই সংবাদ পরিবেশন করতে গিয়ে বিরোধী পক্ষের চক্ষুসুল হওয়া স্বাভাবিক। তবে বিরোধী পক্ষ তার বক্তব্য সংবাদ পরিবেশনে সহযোগিতায় এগিয়ে না এসে হুমকি-ধামকি লোক সমাজে পরিবেশ করা সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে কিনা সেটা বিবেকবান মানুষ তথা সাংবাদিক সমাজের কাছে প্রশ্ন ?
মামলাবাজরা সর্বত্র মামলা নিয়ে মাথা ঘামায়। সে কখনো সাংবাদিক হতে পারে না। সে কোর্ট -কাছারীর আসে পাশে সর্বত্র চলাফেরা করে। সে সমাধানের পথ খুঁজে না। সত্য নিষ্ট সাংবাদিকেরা বিবেকের দোয়ারে কাটা ঘোরায়। তাই সাংবাদিকরা কখনো মামলাবাজ হয় না !
(চলবে)