আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সংবাদদাতা।
সিলেট -৫ জকিগঞ্জ -কানাইঘাটের নবনির্বাচিত সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি মহোদয়ের সম্মানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান আজ ১৮ এপ্রিল বেলা ১১ঘটিকার সময় জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব ইমাম উদ্দিন সাহেবের সভাপতিত্বে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মিলাদুল ইসলাম,উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে আলোচনা করেন সিলেট -৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব লোকমান উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় আইনজীবী পরিষদের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোশতাক আহমদ,জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মাজেদা রওশন শ্যমলী,৪নং খলাছড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হক।
এডহক কমিটির অভিভাবক সদস্য জনাব আব্দুস শহীদ ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সদস্য জনাব ময়নুল হকের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল হামিদ।ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাহমিনা খন্দকার তমার মানপত্র পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাইজিংসান সমবায় সমিতির সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল ফাত্তাহ, সিলেট জেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব আজির উদ্দীন,৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কবির আহমদ, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, মাদারখাল গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব জনাব মহরম আলী, বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দার,আওয়ামীলীগের ৪নং খলাছড়া ইউপি শাখার সভাপতি জনাব হাজী আব্দুস সাত্তার, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, Ztv online এর সম্মানিত এমডি ডা হাবিবুল্লাহ মিছবাহ,ডা তাজ উদ্দিন, উদ্দিন,মাষ্টার আব্দুর রব,মাষ্টার মাসুক আহমদ,মেম্বার বুরহান উদ্দিন, আল ইসলাহ নেতা মাওলানা কুতবুল আলম, হাজী আব্দুল কাদিরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।