স্টাফ রিপোর্টার>>সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শ্বশুর শিল্পপতি কাজী মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় দৈনিক বিকাল বার্তার সম্পাদক ও প্রকাশক চাঁদনী মিডিয়া গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম ওপরিবারের সিলেট বিভাগীয় ব্যুরো আব্দুল আলিম রানা জেলা প্রতিনিধি লাখি আক্তার।
শনিবার (১ মার্চ) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিল্পপতি কাজী মোশাররফ হোসেন সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
কাজী মোশাররফ হোসেন মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।