স্টাফ রিপোর্টারঃ- মোঃ গোলাম মোরশেদ:
আইপি টিভি ও ওটিটির অবাধ ও অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে ক্যাবল ব্যবসায় ধস নামছে বলে মন্তব্য করেছেন ক্যাবল অপারেটররা। ৭ দিনের মধ্যে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা না নিলে ১১ মার্চ থেকে প্রতিদিন ১ ঘণ্টা করে সংযোগ বন্ধ রাখা হবে বলেও জানান তারা।
রোববার (৩ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে ক্যাবল টিভির বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ক্যাবল অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব। এতে সারাদেশ থেকে আসা ক্যাবল অপারেটররা বলেন, দেশে আইপি টিভি, ওটিটি প্লাটফর্ম যেভাবে চলছে, তাতে ক্যাবল ব্যবসা বন্ধ হয়ে যাবে। অবৈধ অনলাইন স্ট্রিমিং বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা তাদের।
কোয়াব সভাপতি এ বি এম সাইফুল হোসেন বলেন, সারা বাংলাদেশে ব্যবসারত লাখ লাখ মানুষের রুজিরুটির স্বার্থে, হাজার হাজার কেবল অপারেটরের স্বার্থে যেন এই পদক্ষেপটি নেয়া হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ওটিটি প্লাটফর্মের টিভি চ্যানেল বন্ধ করতে হবে। যদি বন্ধ না হয় তাহলে আমরা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে হোক বা অন্যান্য যে কোনো উপায়ে আমরা এটা বন্ধের জন্য যা যা করা দরকার করব।
এছাড়া, ক্যাবল টিভি সম্প্রচার ডিজিটালাইজড করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ