শেখ জুয়েল আহমেদ ,শেরপুর হাইওয়ে প্রতিনিধি।
এবার সব শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। মঙ্গলবার (২২ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত পৌনে ১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং কর্মকর্তা।
এদিকে ঘোষিত ফলাফলে দেখা যায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের প্রার্থীদের হারিয়ে বিজয়ের মালা ছিনিয়ে নিয়েছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য (বহিস্কৃত) ১ম যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু। তিনি ২৫ হাজার ১৫৯ (চিংড়ি) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।