তোফায়েল আহমদ সিলেট বিভাগীয় ব্যুরো:
আওয়ামী লীগ সরকার যতোবারই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। শিক্ষা, শতভাগ বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই তার প্রমাণ। শনিবার ০৪ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’র চার তলা বিশিষ্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বর্তমান সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, আপনারা জনগণ নিজেরাই অনুভব করছেন আগে দেশের কি অবস্থা ছিলো আর এখন কেমন আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জীবন যাপন করছেন। শেখ হাসিনা সরকারের রাজনীতির মূল লক্ষ্যই হলো জনগণের সেবা করা ও তাঁদের জীবনমানের উন্নয়ন অব্যাহত রাখা।
সরকার কৃষকের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে অবরোধ, হরতালের অপরাজনীতির কারণে দেশের জনগণের যানমালের ক্ষতি হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য পরিবহণে বাধা সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার কৃষকদের সার, বীজ, প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করে যাচ্ছে।
ধর্ম শিক্ষায় এ সরকারের অবদান উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ধর্মের পক্ষে অনেক উন্নয়ন হয়েছে। সারাদেশে আধুনিক সুবিধা সম্পন্ন মডেল মসজিদ ও অনেক মাদ্রাসা তৈরি করা হয়েছে। বাংলা, ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের আরবি শিক্ষার জন্য তিনি অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
এলাকাবাসীকে উদ্দেশ্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, আপনারা আমাকে নির্বাচিত করে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি বিভিন্নভাবে সে উন্নয়ন অব্যাহত রাখায় কাজ করে যাচ্ছি। আমি আশাবাদী আপনারা শেখ হাসিনা সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।