খন্দকার জাহাঙ্গীর হোসেন।
জ্বেলেছি হৃদয় প্রদ্বীপ শিখায় ভালবাসা
মানবিক আবেগ স্পর্শে সুখের আশা
ধূমায়িত চায়ের কাপ যেন শীত সকালে
যখন সারাক্ষণ স্বপ্নধ্যানে আমার মনে
বহমান উষ্ণ রক্তস্রোতে অনির্বাণ সকল প্রাণে
গানে গানে ফুল ফোঁটে পাখী গায় প্রেম বসন্তকালে।
স্বর্গীয় নেশার সুগন্ধে দোলে বনে বন্য মহুয়া ফুল
চোখে চোখে মাদকতা ভালবাসা হৃদয় নির্ভুল
ঔষধি বৃক্ষের মত প্রেম জীবনে একবার আসে
চোখের নেশায় মাতাল হৃদয় বুঁদ হয়ে ভালবাসে
আগে-পিছে শতবার, ভাবনার সময় কোথায়
তুমি একাকার চারপাশে যখন মোহময় ভালবাসায়।।
#প্রবাসী লেখকঃ-আমেরিকা
নামঃ-খন্দকার জাহাঙ্গীর হোসেন
মোবাইল নং-০১৯১৬৫৪৪৩৫৭৬
৮৩৬৭ হানিকম্ব ওয়ে
স্যাক্রামেন্টো ক্যালিফোর্নিয়া ৯৫৮২৮ ইউএসএ
জন্মস্থানঃ-বাংলাদেশ-জেলাঃ-সিরাজগঞ্জ-বিভাগঃ-রাজশাহী