মোঃশাহেদুল ইসলাম।
প্রিয় মা..
আজ তোমাকে অনেক মিস করছি মা গো । কতই না জালাতন করেছি তোমায় । মা গো এই পৃথিবীতে তোমার তুলনা নেই । তোমাকে হারিয়ে এখন বুঝতে পারি তোমার মত করে কেউ ভালোবাসতে পারবে না । মাগো আমায় ক্ষমা করো । আমি ভুলেই যায় তুমি যে নেই আমার জগতে
18—8—2023,,, এই দিনে হারিয়েছি আমার জীবনের সব চেয়ে দামি সম্পদ, যার মাধ্যমে এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি।
দেখতে দেখতে ১ টি বছর কেটে গেলো তবুও কেন যেন মনে হয় মা গো তুমি আসবে….তুমি আসবে। প্রতিটা মুহূর্তে তোমার আদর ভালোবাসা পেতে খুব ইচ্ছে করে আমার, জানি এটা সম্ভব না, তবুও চিৎকার করে মা…মা… বলে ডাকতে ইচ্ছা করে। ইচ্ছে করে তোমার কোলে মাথা রাখতে। মা তুমি কি অভিমান করেছো..! তোমাকে মা বলে ডাকতে পারিনা বলে। কি করব বলো, মা শব্দটি আছে কিন্তু “মা” তুমি আর নেই। জানি না “মা” তুমি আজ কেমন আছো। হে আল্লাহ তুমি আমার মা কে সব সময় ভালো রেখো।
তুমি জান না মা আজও প্রতিটা মূহুর্তে তোমাকে কতটা মিস করি ,
আজো সেই দিনটা ভুলতে পারিনি। যেদিন তমি আমাদের ছেড়ে অন্য জগতে চলেগিয়েছিলে সেই দিনটা ছিল আমার জীবনের এক অভিশপ্ত দিন। যা কোনোদিনও ভুলবার নয়। আমার মা আমাকে ছেড়ে এক বছর হলো চলে গেছে। আজ আমার মা আমার কাছে নেই। আমি আজ বড়ই একা। আমি অন্যের মতো আমার দুঃখ-কষ্ট মার কাছে বলতে পারিনা। আজ আমাকে বলার মতো কেউ নেই – তুই ভাত খাবিনা? হাতে করে খাওয়ানোর মতো কেউ নেই আজ। সকালবেলা ঘুম থেকে ডাকার মতো কেউ নেই।
আজ বুঝতে পারি মা না থাকার যন্ত্রণাটা কতখানি। মা এমন একজন মানুষ যার আছে সে মর্ম বোঝে না, আর যার নেই সে বুঝতে পারে তার এ পৃথিবীতে কি নেই।