নিজস্ব প্রতিবেদকঃ আজ সাংবাদিক, কবি, ছড়াকার, গীতিকার, সুরকার, সংগঠক, রাসেল আহমেদ সাগরের জন্মদিন। ১৯৮০ সালের আজকের এই দিনে তিনি মৌলভীবাজার জেলার সদর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
রাসেল আহমেদ সাগর এর লেখা কবিতার সংখ্যা প্রায় ৭শতের কাছাকাছি ছড়া ৬৫০টির ও বেশি গান প্রায় ত্রিশ টির উপরে গল্প ১৫ টি সব গুলো কবিতা ছড়া গল্প বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক পএিকা ও সাপ্তাহিক পত্রিকা এবং অনলাইন মিডিয়ায় প্রকাশিত। উনার লেখা বেশকিছু জনপ্রিয় গান রয়েছে তার মধ্যে উল্লেখ যোগ্য গান হচ্ছে সিলেটি বুয়াই, ভাইসাব লন্ডন নিবায়নি, বুয়াই ওককল তা নু জানি, মুর্শিদ মুর্শিদ ডাকি আমি, তুমি যদি ভিন্ন বাসো, দেখিছ কিতা করে, সুখ পাখি, মায়া নাই ইত্যাদি।
তিনি শুধু কবি ছড়াকার গীতিকার সুরকার নয় এখন রাজনীতিবিদ ও দীর্ঘ ২৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সংঘে জড়িত। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।