জেলা প্রতিনিধি(দ্বীপক চন্দ্র সরকার): নেত্রকোণার আটপাড়ায় মগড়া নদীর ভাঙ্গনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী নাজিরগঞ্জ বাজারসহ সোনাজুর চৌধুরীবাড়ি, নদী ভাঙ্গনের কারণে নাজিরগঞ্জ বাজার সহ হাসপাতাল নদী ভাঙ্গনের মুখে। মগড়া নদী ভাঙন প্রতিরোধ ও নাজিরগঞ্জ বাজারকে নদী ভাঙ্গনোর হাত থেকে বাঁচাতে নদী ভাঙন ঠেকাও, নাজিরগঞ্জ বাজার বাঁচাও, এ স্লোগানে শুক্রবার (২১ জুন) বিকালে এলাকাবাসীর উদ্যোগে নাজিরগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ মানববন্ধন চলে বিকাল ৫ টা পর্যন্ত। মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সুমন খন্দকার, আব্দুল কুদ্দুছ, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল করিম হীরা, সুখারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি এমদাদ মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা মগড়া নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।