দ্বীপক চন্দ্র সরকার: আটপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে পরিকল্পনা মন্ত্রনালয়ের কৃষি, প্রাণী সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) একেএম ফজলুল হক।
শুক্রবার সকালে তিনি উপজেলা পরিদর্শনে আসে, সকাল ১১টায় তিনি উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নিপা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, দুওজ ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল হক তালুকদার, স্বরমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার, লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান কবীর, শুনই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রোকুজ্জামান খান রোকন। এতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।