প্রতিবাদ প্রতিরোধের আরেক নাম আঠারো,
যাকে প্রতিহত করার সাধ্য নেই কাহারো।
শত্রু এলে অস্ত্র উঠে হাতে আঠারোতেই,
বাজি রাখে জীবন তাহার আপন মনেই।
৫২তে আঠারো দিল কথা বলার অধিকার,
দাবি আদায়ে ৬৬তে আঠারো ছিল হাতিয়ার।
৬৯রে দেখেছে জাতি আঠারোর কী গর্জন!
৭১ এর স্বাধীনতা করেছে অর্জন।
এখনো যদি আসে কোন শকুন জন্মভূমিতে,
জেনে রেখো হবে বিনাশ আঠারোরই হাতে।
আঠারো শেখায় মাথা উঁচু করে দাড়াবার,
উদয় করে মস্তিষ্কে তোমার সুপ্রসন্ন ভাবনার।
আঠারোর কলম যদি হয় ন্যায়ের,
ঠাঁই নেই দুর্নীতি আর দুঃশাসনের।
শ্ববৃত্তি যেনো গ্রাস না করে আঠারোকে,
বিনাশ যেনো না করিতে পারে সত্যকে।
আঠারো তুলো তোমার সত্যের হাতিয়ার,
রুখে দাও সব অন্যায় আর অনাচার।
লেখক :
আনোয়ার হোসেন
শিক্ষার্থী; ইংরেজি বিভাগ,
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ