নিশাত তাবাসসুম
আজ দিনটা অনেক বিষণ্ণ। একেতো মেঘলা তার উপর কেমন যেনো মন মরা হয়ে আছে দিন টাই ।রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম । গন্তব্য কলেজ, পায়ে হেঁটে যেতেই বেশ ভালো লাগে । রাস্তার পাশ দিয়া হাঁটছিলাম আর সমাগমে তাকাচ্ছিলাম ।প্রায় মিনিট দশেক পর কলেজে পৌঁছে গেলাম । এখন অবশ্য কোনো ক্লাস নেই । কিছুক্ষন পর হিস্টোরি ক্লাস শুরু হবে । তাই কলেজ প্রাঙ্গণেই অপেক্ষা। অবশ্য আজও চেনা কাউকে পেলাম না । তাই একা বসা থাকা ছাড়া আর কাজ নেই। হঠাৎ লক্ষ্য গোচর হলো শিশু দুজন।
প্রায়ই তাদের কলেজ প্রাঙ্গণে দেখা যায় ।
কিন্তু খুব সুন্দর বিষয় হলো ,,, তারা কিন্তু ভিক্ষার উদ্দেশ্য কলেজ প্রাঙ্গণে আসে না । হে, প্রতিদিন তাদের দেখি কোনো একটা অল্প দামের পণ্য নিজের সাথে রাখে আর ঐটাই বিক্রয় করে টাকা নেয়। বিষয় টা আমার কাছে খুব ভালো লাগে ।
যেমন: কখনো চিপস, চকোলেট আবার কখনো গোলাপ নিয়ে ছেলেটি আসে , তার পরনে জীর্ণ পোশাক uskho চুল আর মুখের নিস্তেজ গড়ন। তার পাশে বসেই খেলা করতে দেখা যায় একটা ৩ বছরের ছোট ছেলেকে ।
একদিন কৌতূহলে শুনছিলাম ছেলেটি নাকি ওর ছোট ভাই । আমি অল্প কিছু উপকার করতে চাওয়ায় পিচ্চি ছেলেটি না করেছিলো । বলেছিলো ,,” আমার কাছ থেকে কিছু কিনে আমাকে সাহায্য করতে পারেন আপু, কিন্তু আমি ভিক্ষা নি না “।
কথাটা আমার খুব ভালো লেগেছিলো তাই তখন ওর কাছ থেকে গোলাপ কিনেছিলাম ।
akhono কলেজ এ আসলে যথা সাধ্য ওই ছোট ছেলেটার কাছ থেকেই কিছু কিনি। তাতে হয়তোবা তার বেশি লাভ না হলেও , নিজের মনে শান্তি আসে।
আমাদের সকলেরই উচিত এমন পথশিশু বা গরিব লোকজনের কাছ থেকেই কিছু ক্রয় করা ,,, যারা নিজ আত্মসম্মান এর জন্য ভিক্ষা বাদ দিয়ে পরিশ্রম এর রোজগার বেছে নেয়।