দ্বীপক চন্দ্র সরকার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
০৮ মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকায় নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এতে বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন এনজিও নারীবাদী সংগঠনসহ সকলেই অংশ নেন। জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, একেবারে প্রান্তিক পর্যায়ের নারীদের মাঝে সচেতনতা বোধ তৈরি করতে হবে। তাদেরকে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ভাবে সমানতালে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে। আইনগত দিকেও যেন নারীরা কোন ধরনের সহিংসতার শিকার না হয় সেটির দিকে নজর রাখার প্রতি গুরুত্বারোপ করেন। এবারের প্রতিপাদ্য নারীর সম অধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল জেলা পরিষদ চেয়ারম্যান নেত্রকোণা, হারুন অর রশীদ অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন), তানিয়া তাবাসসুম নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা পরিষদ নেত্রকোণা, তুহিন আক্তার ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ নেত্রকোণা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগম প্রমুখ। বক্তারা আরো বলেন একটি কথা উচ্চারণ করে জোর দেন আগে মানুষ হতে হবে। আর মানুষ হওয়ার একমাত্র পথ শিক্ষা এবং সুশিক্ষা। প্রতিটি নারী পুরুষকে এই সুশিক্ষায় শিক্ষিত করতে পারলেই কেবল বৈষম্য দূর হবে। এই পৃথিবী মানুষের হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ