হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার: জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৯ই ডিসেম্বর ২০২৪ সোমবার সকাল ১১ টার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন এর সভাপতিত্বে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখেআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। তিনি নারীদের শিক্ষা নেওয়ার বিষয়ে বলেন বেগম রোকেয়ার জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। যার বুকের মাঝে বেজেছিল নারীদের কষ্টের কথা তিনি হলেন এক মহিয়সী নারী বেগম রোকেয়া। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের সহযোগিতায় বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য স্কুল তৈরি করে, স্কুল টির নামকরণ করেছেন স্বামীর নামে, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। তিনি নারী সমাজের জন্য সারাটি জীবন লড়াই সংগ্রাম করে গেছেন। প্রধান অতিথি ইউনু মহোদয় বেগম রোকেয়ার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বক্তব্য শেষ করেন। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) ইফতেকার রহমান,কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমদ্দিন, কালাই জনকল্যাণ সমিতির ভাপতি আরজেলা বেগম, আতাহার মহিলা উন্নয়ন সমিতির সভাপতি হাবিবা জাহান জার্সিয়া, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী জয়িতা রাজিয়া সুলতানা সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে রাজিয়া সুলতানা,মরিয়ম খাতুন, মোসলেমা বিবি , শাহানা নাজমা ও শিরিনা আক্তার সহ মোট ৫ জন জয়িতা কে ক্রেস্ট প্রদান করা করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার আতাউর রহমান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ