সিনিয়র স্টাফ রিপোর্টার এরশাদ হোসেন পাপ্পু: নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “হৃদয়ে সৈয়দপুর”র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে ওইসব অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও সাপ্তাহিক পত্রিকা জনসমস্যা সম্পাদক শওকত হায়াৎ শাহ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মামুন- অর-রশিদ মামুন, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেন, উপদেষ্টা আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, সমাজসেবক রবিউল আউয়াল রবি, উপদেষ্টা বুলবুল সরকার, গোলাম কিবরিয়া ও সেতু চৌধুরী।
হৃদয়ে সৈয়দপুরের সৈয়দপুর উপজেলা সভাপতি এম মাসুদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সোহেল রানা।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য বলেন উপদেষ্টা ও বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক, উপদেষ্টা আশরাফুল হক লিপটন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক বিজয় খলিল প্রমুখ।
পরে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন নারী উদ্যোক্তাকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজের মূল্যায়নের ভিত্তিতে সংগঠনের উপজেলা, পৌর এবং পাঁচটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী, খাতামধুপুর ইউনিয়ন শাখাকে পুরস্কৃত করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ