জেলা প্রতিনিধি, নেত্রকোনা: বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে দেশজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হিংসাত্মক কটুক্তি ও পরিকল্পিত নৃশংস হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় তারা স্লোগান দেয়- ‘আমার ভাই মরল কেন, জবাব চাই’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় জেলা শহরের নাগরা এলাকায় অবস্থিত জেলা পরিষদের সম্মুখ থেকে বের হয়ে নাগড়া ব্রিজ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী। এসময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামসুল হুদা শামীমসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা বলেন, বৈষম্যমূলক কোট সংস্কারের যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিল শিক্ষার্থীরা। কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর রক্তাক্ত হামলা চালায়। এমন অত্যাচার জুলুম মেনে নেওয়া যায় না।