শাহজালাল সুজন..….
ঢাকা- গাজীপুর
তারিখ- ১৩/০৫/২০২৪
এই ধরাতে মায়ের মতো
কে বা আছে আপন?
কত কষ্টে লালন পালন
নির্ঘুমে রাত যাপন।
মা কথাটি অতি মধুর
শুনতে লাগে ভালো,
আঘাত পেলে দুঃখ বুকে
মুখটি হতো কালো।
দুগ্ধ পানে ক্ষুধার জ্বালা
কান্না যেত দূরে,
ঘুম পাড়িয়ে দিতো মায়ে
ছন্দ গানের সুরে।
শৈশব কৈশোর স্মৃতিগুলো
স্বপ্ন চোখে ভাসে,
স্বর্গ ছোঁয়া পরশ পেতে
থাকি মায়ের পাশে।
খোদার পরে মা যে আমার
অনেক বেশি প্রিয়,
মায়ের আগে প্রভু তুমি
আমায় মরণ দিও