নবিজুল ইসলাম নবীন,
নীলফামারী প্রতিনিধি,
এসে দেখি আমি ছাড়া আর কোনো ভোটার নেই’
উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে কম।
ভোটার উপস্থিতি কম থাকলেও ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিং এজেন্টরা আগে থেকেই কেন্দ্রে অবস্থান করছেন।
দুই উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুই একজন ভোট দিতে আসছেন, তাছাড়া কেন্দ্র একবারেই ভোটার শূন্য। নেই ভোটারদের লাইন। পুলিশ ও আনসার সদস্যরা বসে থেকে সময় কাটাচ্ছেন। মেঘাচ্ছন্ন আকাশের কারণে সকালে হাতে গোনা কয়েকজন ভোটার কেন্দ্রে ভোট দিতে এসেছেন। ভোটকেন্দ্রের লাইনগুলো ভোটার না থাকায় ফাঁকা রয়েছে।
ভোট দিতে আসা আকিজ উদ্দিন বলেন, সকাল থেকে খুবই ঠান্ডা লাগতেছে। ভোট দিতে এসে দেখি আমি ছাড়া আর কোনো ভোটার নেই।
আরেক ভোটার আয়শা সিদ্দিকা বলেন, সকালে আবহাওয়া ঠান্ডা আছে তাই সকাল সকাল ভোট দিতে আসলাম। আমি ভোট দিয়ে গেলে বাড়ির বাকি মানুষরা ভোট দিতে আসবে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল ৮টা থেকে নীলফামারীর দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোটর উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে।
নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সাধারণ কেন্দ্রে তিনজন পুলিশ সদস্য, ১৩ জন আনসার ভিডিপি ও একজন গ্রাম পুলিশ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চারজন পুলিশ সদস্য, ১৩ জন আনসার ভিডিপি ও একজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, র্যাব ও পুলিশের টহল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
জানা গেছে, নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় ১৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ডোমার উপজেলায় ৭৫টি ও ডিমলা উপজেলায় ৯৩টি কেন্দ্র। দুই উপজেলায় তিন পদে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী রয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তোফায়েল আহমদ আনারস, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হেলিকপ্টার, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী কাপ-পিরিচ, কেন্দ্রীয় যুবলীগ নেত্রী সরকার ফারহানা আখতার সুমি টেলিফোন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার ঘোড়া, রাকিব আহসান প্রধান কৈ মাছ, মদন মোহন সিংহ পিন্টু মোটরসাইকেল এবং এহছানুল হক দোয়াত কলম প্রতীকে লড়ছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মধ্যে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রাশেদুজ্জামান রাশেদ টিয়া পাখি, দিলীপ কুমার মুখোপাধ্যায় টিউবওয়েল, জামাল উদ্দিন মাইক, রোকনুজ্জামান রানা বৈদ্যুতিক বাল্ব, মতিউর রহমান রুবেল উড়োজাহাজ, রণজিৎ কুমার রায় বই, মাছুম বিল্লাহ তালা ও এটিএম মিরাজুল কবীর চশমা প্রতীকে লড়ছেন।
সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে, লাইলী বানু লিলি ফুটবল, শিল্পী আকতার বানু কলস, সন্ধ্যা রাণী রায় বৈদ্যুতিক পাখা, বেগম রৌশন কানিজ হাঁস ও ফেরদৌসী বেগম প্রজাপতি প্রতীকে লড়ছেন।
এদিকে ডিমলা উপজেলায় তিনপদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আব্দুর রহমান মোটর সাইকেল আনোয়ারুল হক সরকার মিন্টু ঘোড়া, বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম কাপ-পিরিচ, ফেরদৌস পারভেজ আনারস প্রতীকে লড়ছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জনের মধ্যে নীরেন্দ্র নাথ রায় টিউবওয়েল, আবু সাঈদ উড়োজাহাজ, মোফাক্কারুল ইসলাম পেলব মাইক, স্বপন টিয়া পাখি, হামিদার রহমান চশমা, শ্রী উত্তম কুমার রায় বৈদুতিক বাল্ব, সুজয় চন্দ্র রায় তালা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা ছিদ্দীকা পদ্ম ফুল, জাহানারা বেগম হাঁস, পারুল বেগম ফুটবল প্রতীকে লড়ছেন।
দুই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ৪৬৪ জন। এর মধ্যে ডোমার উপজেলা ২ লাখ ৭ হাজার ৫৭১ জন ও ডিমলা উপজেলায় ২ লাখ ২৭ হাজার ৯৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ