প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ণ
আমি বাঁচতে চাই আমাকে বাঁচান, সমাজের বিত্তবানদের আর্থিক সহায়তা প্রদানের আহ্বান
স্টাফ রিপোর্টার: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সাতক্ষীরা তালার হরিহরনগর গ্রামের দুই সন্তানের জননীর কথা।মাত্র ২শতক জমিতে বসবাস ফসলি কোন জমি নেই। পরিবারের বেঁচে থাকার কোন সম্বল নেই। এ জেন মরার উপর খাঁড়ার ঘা জেঁকে বসেছে। মরণ ব্যাধি দুই স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছে জননী। আমি বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাসে আমি আমার ছেলেমেয়েদের নিয়ে বেঁচে থাকতে চাই।নিজের জীবন রক্ষায় চিকিৎসা সহযোগিতার জন্য এভাবেই করুণ আর্তি জানিয়েছেন ক্যানসার আক্রান্ত দুই সন্তানের জননী হাসিনা বেগম। রাজধানী ঢাকার ক্যানসার বিশেষজ্ঞ ডা মুকিতুল হুদা চিকিৎসাধীন হাসিনা বেগম এর পাঁচ বছর ক্যানসার ভাইরাস নির্মূল করতে ব্যায় প্রায় ১০-১২ লক্ষ টাকা।কিন্তু চিকিৎসার জন্য এ বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এতদিন সহায় সম্বল বিক্রি করে ও স্থানীয়দের সহায়তায় নিয়েছে ক্যানসার অপারেশন ও ক্যামো , থেরাপি দিয়েছেন। এখনো শরীরের অবস্থান করছেন ক্যানসার ভাইরাস। আর এই ভাইরাস নির্মূল করতে পাঁচ বছর চালিয়ে যেতে হবে ঔষধ। তার অর্থ যোগানো সম্ভব হচ্ছে না এই পরিবারের। হাসিনা বেগম ইতোপূর্বে সাতক্ষীরা ,খুলনা,ও ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকার ক্যানসার হাসপাতাল, বঙ্গবন্ধু ক্যানসার হাসপাতাল, ও সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিলেও এখন অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের উপক্রম।এ অবস্থায় হাসিনা বেগম এর নিজ জীবন রক্ষায় সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।হাসিনা বেগমের একমাত্র মেয়ে জিনিয়া আফরোজ মাকে বাঁচাতে সকলের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।স্থানীয় বাসিন্দা শেখ তহিদুর রহমান দিদার সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ তাসলিমা বেগম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লালটু এই পরিবারের পাশে দাঁড়িয়ে দেশের বিত্তবানদের আর্থিক সহায়তা প্রদান করতে অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:- বিকাশ ও নগদ ০১৯৮৫৪৮৯৯৪০ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শ্রীমন্তকাটি নতুন বাজার এজেন্ট ব্যাংকিং শাখার মুদারাবা সঞ্চয়ী হিসাব নাম্বার ২০৫০৭৭৭০২১১২৪৭৪৪৬।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ