মহসিন আলম মুহিন
যখন তোমায় আপন করে-
পাবো না মোর জীবন জুড়ে,
তখন তুমি মিছে মিছি আমায় ডেকো না,
আমিও পুড়ে কয়লা হবো পিছু নেব না।।
ঘাস ফুলেরা নাইবা ফুটুক-
ফাগুন হাওয়া নাইবা জুটুক,
আঁধার মাঝেই রইবো পড়ে
ভরাবো না মন নিনাদ করে।।
রঙের ঢঙের সবই ছেড়ে-
রইবো না হয় চুপটি করে,
যেন তোমায় নিয়ে ভাঙাতরী,
না-বাইবো না, যদিও প্রাণে মরি।।
সব মেঘেতে বৃষ্টি হয় না-
কিছু সুরেতে মন ভরে না,
তেমনি তুমি অধরা সৃষ্টি,
আর দিওনা মিছে দৃষ্টি।।
ভালোই আছি বিরহ ব্যথায়-
একা একা এই দুনিয়ায়,
নতুন করে আগুন জ্বেলোনা,
কষ্ট হিয়ার মাঝে আর ডেকোনা।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯