কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় আশ্রয়দাতাসহ আটক চার জন রোহিঙ্গাকে বুধবার (০৬-মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট আইনে কুতুবদিয়া থানা পুলিশের পক্ষ থেকে জি'আর ২০/২৪ইং মামলা দায়ের করা হয়েছে।
আসামিরা হলেন, কক্সবাজারের উখিয়া ক্যাম্পের মৃত নেছার আহমদের ছেলে নুর কামাল (২৭), একই ক্যাম্পের মৃত তৈয়বের ছেলে মো. রিদোয়ান (১৮) ও সুফিয়ান (১৬) এবং মৃত শফি আলমের ছেলে এনায়েত (২০)।
বিদেশী নাগরিক সম্পর্কিত আইনে ওই রোহিঙ্গাদের সক্রিয় সহায়তার দায়ে কুতুবদিয়া দক্ষিণ ধূরুং ইউনিয়নের পেঁচার পাড়ার এয়ার মোহাম্মদের ছেলে এম রহমান আলম নুর (৩৭) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার পারভেজ মিস্ত্রিকে আসামী করা হয়েছে।
এ ঘটনায় আশ্রয়দাতাসহ চার রোহিঙ্গা কারাগারে গেলেও পারভেজ মিস্ত্রি নামে এক আসামী পলাতক রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে সহায়তার দায়ে স্থানীয় ওই দু'জনকেও আসামী করা হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, আশ্রয়ণ প্রকল্পে আশ্রয়দাতাসহ আটক ওই চার রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। এবং এ মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ