রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি ঃ-
রামগড় উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয় প্রকল্পে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে একাশিটি
গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ইং জুন মঙ্গলবার সকাল ১১:০০ঘটিকায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা মিলনায়তনে হল রুমে অসহায় ও ভূমিহীনদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার আশ্রয় প্রকল্পে ৮১টি উপকার ভোগী পরিবার মধ্য ভূমির দলিল ও ঘর আনুষ্ঠানিক প্রদান করা হয়। অনুষ্ঠানটি রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে এবং প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ণের প্রকল্পে ঘর ও ভূমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে ভূমি ও গৃহ হস্তান্তের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত দ্বিতীয় বারে মতো -রামগড় উপজেলার পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, পিআইও নজরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্ল্যাহ, জন প্রতিনিধিবৃন্দ , রামগড় উপজেলার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন এলাকার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও প্রমুখ।