সিলেট ব্যুরো অফিস: সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উদযাপন উপলক্ষে মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত মনতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ বশির আহমেদ, সিনিয়র বিভাগীয় কমিশনার উম্মে সালিক রুমাইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-সিটিএসবি) মোঃ আফজাল হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় এর সহকারী পরিচালক ডাঃ মোঃ নূরে আলম শামীম, উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক বিভাগ সিলেট মোঃ ইকবাল আহমদ , উপ-পরিচালক (ইঞ্জি) বিআরটিএ সিলেট বিভাগ মোঃ ডালিম উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শ্রী রাজন মোহন দত্ত, সহকারী প্রকৌশলী (এলজিইডি) আব্দুল্লাহ আল সাদীক, মোটরযান পরিদর্শক , বিআরটিএর মোঃ জিল্লুর রহমান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বার এন্ড কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোঃ জাহির হোসেন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতি এর সাধারণ সম্পাদক নুর আহমদ খাঁন (সাদেক) , সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জনাব দিলু মিয়া, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ সুলহাস হোসেন বাদল, সিলেট জেলা ট্রাক পিকআপ কার্ভাড মালিক সমিতির এর ভারপাপ্ত সভাপতি নাজির আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতি এর সভাপতি আবদুর রাইস, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতি এর সহ সভাপতি আবুল হাসান চৌঃ সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।